পাবনার আটঘরিয়ায় প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগে আব্দুল করিম (৫০) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত আবদুল করিম উপজেলার গোকুলনগর গ্রামের মনজিল হোসেনের ছেলে। ধর্ষণের শিকার কিশোরীকে ডাক্তারী পরীক্ষার জন্য পাবনা জেনারেল হাসপাতালে পাঠানোর প্রস্তুতি চলছে বলে জানা গেছে।
আটঘরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুল ইসলাম জানান, গতকাল দুপুরে বাড়িতে কারও না থাকার সুযোগে গোকুলনগর গ্রামের ওই প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ করেন আবদুল করিম ও তার সহযোগী বেলাল। এ বিষয়ে এলাকায় শালিসে বিচার না পেয়ে রবিবার সকালে আটঘরিয়া থানায় কিশোরীর মা বাদি হয়ে দুইজনকে আসামী করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। মামলার পর অভিযান চালিয়ে অভিযুক্ত আবদুল করিমকে গ্রেফতার করা হয়েছে। তার সহযোগীকে গ্রেফতারের জন্যে অভিযান চলছে।
বিডি প্রতিদিন/আল আমীন