১২ জানুয়ারি, ২০২০ ১৬:৪১

নীলফামারীতে নছিমনে প্রাণ গেল স্কুলছাত্রের

নীলফামারী প্রতিনিধি

নীলফামারীতে নছিমনে প্রাণ গেল স্কুলছাত্রের

নীলফামারীতে সড়ক দুর্ঘটনায় মোরসালিন ইসলাম নামে অষ্টম শ্রেণির এক ছাত্রের মৃত্যু হয়েছে। রবিবার দুপুরে নীলফামারী বাইপাস সড়কে ইটাখোলা ইউনিয়ন পরিষদ সংলগ্ন এলাকায় এই দুর্ঘটনা ঘটে। 

নিহত মোরসালিন ইটাখোলা ইউনিয়নের সিংদই ছাড়ারপাড় এলাকার বাদশা ইসলামের ছেলে। সে নীলফামারী সরকারী উচ্চ বিদ্যালয়ে অষ্টম শ্রেণিতে পড়তো। 

স্থানীয়রা জানান, দুপুরে স্কুল ছুটি হওয়ার পর সাইকেল যোগে বাড়িতে ফিরছিলো মোরসালিন। এমন সময় গরুবাহী একটি নছিমন তাকে ধাক্কা ধিলে গুরুতর আহত হয়। উদ্ধার করে আধুনিক সদর হাসপাতালে নেয়ার পথে মারা যায় সে। 

হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) শফি উদ্দিন মাহমুদ জানান, ছেলেটিকে হাসপাতালে নিয়ে আসার পথেই মারা যায়। তার বয়স ১৪ বছর। বিষয়টি পুলিশকে জানানো হয়েছে। 
জানতে পেরে হাসপাতালে ছাত্রটিকে দেখতে যান বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ অন্যান্যরা। 

প্রধান শিক্ষক গোলাম রব্বানী বলেন, অবৈধ এসব যানবাহনের কারণে দুর্ঘটনা প্রায়ই ঘটছে। আজকে আমার ছাত্রকে হারাতে হলো। অবিলম্বে এসব যানবাহন বন্ধ করা প্রয়োজন।
 
নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন নীলফামারী থানার অফিসার ইনচার্জ(ওসি) মোমিনুল ইসলাম মোমিন।  

বিডি-প্রতিদিন/মাহবুব

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর