সম্মাননা পুরস্কার পেয়েছেন নাটোরের কৃষি উদ্যোক্তা সেলিম রেজা। কৃষিতে বিশেষ অবদান রাখায় শনিবার বিএআরসি ভবনে বাংলাদেশ একাডেমি অব এগ্রিকালচার সেলিম রেজাকে স্বর্ণপদক দেয়া হয়েছে।
কৃষিমন্ত্রী ড. মোঃ আব্দুর রাজ্জাক এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ পুরস্কার প্রদান করেন।
নিবার বাংলাদেশ একাডেমি অব এগ্রিকালচার এর সভাপতি এবং বিএআরসি’র চেয়ারম্যান ড. কাজী এম. বদরুদ্দোজার সভাপতিত্বে এ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পুন্ড্র বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. এম আফজাল হোসেন, বিএআরসির নির্বাহী সভাপতি ড. শেখ মোঃ বখতিয়ার।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন