বয়সের ভারে নুয়ে পড়া নুরজাহান বেগম। বয়স ৯০। বয়স্ক ভাতা তোলার জন্য এসেছিলেন ইউনিয়ন পরিষদ কার্যালয়ে। ভাতা তোলার কাজও শেষ করেন। কিন্তু ওই ভাতা নিয়ে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন নুরজাহান। রবিবার দুপুর দেড়টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়া উপজেলার ডুলাহাজারা ইউনিয়ন পরিষদের সামনে এ ঘটনা ঘটে।
স্থানীয় রিংভং ছগিরশাহকাটা গ্রামের মৃত উকিল আহমদের স্ত্রী নুরজাহান বেগম। প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, বয়স্কভাতা তুলে বাড়ি ফিরছিলেন নুরজাহান। এসময় চট্টগ্রামমুখি একটি যাত্রীবাহী মাইক্রোবাস তাকে চাপা দিলে গুরুতর আহত হন তিনি। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে মালুমঘাট খ্রীষ্টান হাসপাতালে নিয়ে গেলে দুপুর দুইটায় তিনি মারা যান।
মালুমঘাট হাইওয়ে পুলিশ ফাঁড়িতে দায়িত্বরত পুলিশ পরিদর্শক মোর্শেদ আলম বলেন, ঘটনার পর ঘাতক মাইক্রোবাসটি পালিয়ে যায়। নিহতের মরদেহ ময়নাতদন্ত ছাড়া পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
বিডি প্রতিদিন/আল আমীন