সরকারি চাকরিজীবী হয়েও বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচনে নিজের নামে প্যানেল দিয়ে ভোটে নেমেছেন মাসুদ রানা। ফায়ার সার্ভিসের মত গুরুত্বপূর্ণ সরকারি প্রতিষ্ঠানের কর্মরত থেকে অফিস না করে এলাকায় ভোট করছেন বলে অভিযোগ উঠেছে। মাসুদ রানা জয়পুরহাট জেলার আক্কেলপুর উপজেলায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সে ফায়ারম্যান হিসেবে কর্মরত রয়েছেন। তিনি বগুড়া জেলার দুপচাঁচিয়া উপজেলার চামরুল ইউপির বেড়ুঞ্জ গ্রামের বাসিন্দা। তার নামে ওই এলাকার মাধ্যমিক বিদ্যালয়ের ভোটে প্যানেল দিয়ে প্রকাশ্যে সমর্থক প্রার্থীদের জন্য ভোট চাওয়ায় বিভিন্ন দপ্তরে অভিযোগ করেছেন এলাকাবাসী।
অভিযোগ ও স্থানীয় এলাকাবাসী সূত্রে জানা গেছে, আগামী ১৯ জানুয়ারি দুপচাঁচিয়ার বেড়ুঞ্জ দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন অনুষ্ঠিত হবে। উক্ত নির্বাচনে আক্কেলপুর উপজেলায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সে ফায়ারম্যান হিসেবে কর্মরত মাসুদ রানা নিজ নামে প্যানেল দিয়ে তার সমর্থকরা ভোটে অংশ নিয়েছে। সরকারি চাকরিজীবী হয়ে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচনে নিজ নামে নিজের ছবি দিয়ে প্যানেল করে প্রচারনা চালাচ্ছেন। এলাকায় উপস্থিত থেকে প্রতিদিন ভোট চাচ্ছেন। তিনি পিকনিক করে, অর্থ ব্যয় করে ভোটারদের মাঝে প্রভাব সৃষ্টি করছেন। তিনি নিজে প্রার্থী না হয়েও নিজের ছবি দিয়ে প্যানেল ঘোষণা করেছেন। এতে করে এলাকায় বিরূপ প্রভাব পড়েছে।
বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচনের দায়িত্বে থাকা উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মাহমুদ হোসেন জানান, সরকারি চাকরিজীবী হয়ে নিজ নামে প্যানেল দিতে পারেন না।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর আক্কেলপুর লিডার বজলুর রশিদ জানান, ফায়ারম্যান মাসুদ রানা ছুটি না নিয়ে স্টেশনে অনুপস্থিত রয়েছেন। তিনি নির্বাচনে নিজ নামে প্যানেল দিতে পারেন না।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স জয়পুরহাট জেলার উপ-সহকারী পরিচালক খন্দকার সানাউল হক জানান, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচনে প্যানেল দেয়া ফায়ারম্যানের কাজ নয়। এ বিষয়ে অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন