শরীয়তপুরে জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে রবিবার সকাল ১০ টায় আইন- শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক কাজী আবু তাহেরের সভাপত্বিতে এ সময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার এস এম আশরাফুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক (এডিএম) আবেদা আফসারি, সিভিল সার্জন ডাঃ মোঃ খলিলুর রহমান, এন এস আইর উপ- পরিচালক এ এস এম হুমায়ন।
জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অনল কুমার দে, ভেদরগঞ্জ উপজেলা চেয়ারম্যান হুমায়ন মোল্লা, গোসাইরহাট উপজেলার চেয়ারম্যান ফজলুল হক ঢালী, নড়িয়া উপজেলার চেয়ারম্যান একে এম ইসমাইল হক, সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহাবুব রহমান শেখ, ডামুড্যা উপজেলা নির্বাহী অফিসার মর্তুজা আল মুঈদ, ভেদরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার তানভীর আল নাসীফ, গোসাইরহাট উপজেলা নির্বাহী অফিসার মোঃ আলমগীর হোসাইন, জাজিরা উপজেলা নির্বাহী অফিসার মোঃ জাহেদুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার কামরুল হাসান, জেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা মাস্টার আব্দুস সামাদ তালুকদার প্রমুখ।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন