বগুড়া-১ আসনের সংসদ সদস্য আব্দুল মান্নান বলেছেন, স্বাধীনতার পর সোনাতলায় দীর্ঘদিনে যে উন্নয়ন হয়নি তা বিগত ১১ বছরে হয়েছে। ওই সময় শুধুমাত্র শিক্ষা প্রতিষ্ঠানের ভৌত অবকাঠামোর উন্নয়নে ১০০ কোটি টাকা ব্যয় করা হয়েছে। রাস্তাঘাট, ব্রিজ-কালভার্ট, ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়ন ও শতভাগ বাড়িতে বিদ্যুৎ সংযোগ দিয়ে সোনাতলাকে মডেল উপজেলায় পরিণত করা হয়েছে। রবিবার বিকেলে বগুড়ার সোনাতলা উপজেলার বেগম ফজিলাতুন্নেছা মুজিব ডিগ্রি কলেজে মুজিববর্ষে জনপ্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন।
আব্দুল মান্নান বলেন, মানুষ এখন উন্নয়নের সুফল পাচ্ছে। জনপ্রতিনিধিদের আরও দায়িত্বশীল ভূমিকা পালন করে এলাকার উন্নয়নে বলিষ্ঠ পদক্ষেপ রাখতে হবে। অতীতে এই এলাকার মানুষকে ধোকা দিয়ে বোকা বানিয়ে বিএনপি-জামায়াত নিজেদের স্বার্থ হাসিল করেছে। এরা এলাকার উন্নয়ন করেনি। আওয়ামী লীগ সরকার এই উন্নয়ন কাজ করেছে।
বিগত ১১ বছরের উন্নয়ন কর্মকান্ডের বিবরণ দিয়ে তিনি বলেন, শুধু শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়নে ১০০ কোটি টাকা ব্যয় করা হয়েছে। এ ছাড়াও সোনাতলার প্রতিটি খেয়াঘাটে ব্রিজ নির্মাণ, রাস্তাঘাটের উন্নয়ন ও ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়ন করে সোনাতলাকে সোনার সোনাতলায় পরিণত করা হয়েছে। তিনি আরও বলেন, শিগগিরই উত্তর কালাইহাটা দক্ষিণ চারমাথা হতে হিন্দুপাড়া হরি মন্দির রাস্তা উন্নয়ন, নামাজখালী-হাঁসরাজ রাস্তা, পদ্মপাড়া রাস্তা উন্নয়ন ও গোসাইবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে পশ্চিম পাড়া পর্যন্ত রাস্তা উন্নয়নের কাজ শুরু হবে। এ ছাড়াও সোনাতলা হাসপাতালে একটি অত্যাধুনিক অ্যাম্বুলেন্স সরবরাহ করা হবে।
বগুড়ার সোনাতলা উপজেলার তেকানী চুকাইনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ শামছুল হকের সভাপতিত্বে মতবিনিময় সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা পরিষদের সদস্য ও সারিয়াকান্দি উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাহাদারা মান্নান, উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট মিনহাদুজ্জামান লীটন, আওয়ামী লীগ নেতা শাহিদুল বারী খান রব্বানী, অধ্যক্ষ আব্দুল মালেক, নবীন আনোয়ার কমরেড, জাকির হোসেন, জান্নাতুল ফেরদৌসী রুম্পা, জোড়গাছা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রোস্তম আলী মন্ডল, পাকুল্লা ইউনিয়নের চেয়ারম্যান জুলফিকার রহমান শান্ত, মধুপুর ইউনিয়নের চেয়ারম্যান অসীম কুমার জৈন নতুন, বালুয়া ইউনিয়নের চেয়ারম্যান প্রভাষক রুহুল আমিন, দিগদাইড় ইউনিয়নের চেয়ারম্যান আলী তৈয়ব শামীম ও ইউনিয়ন পরিষদের সদস্য নাজিম উদ্দিন লাজু প্রমূখ।
বিডি প্রতিদিন/আল আমীন