মাদারীপুরে শুরু হয়েছে চার দিনব্যাপী বইমেলা ও সাহিত্য উৎসব। শনিবার সন্ধ্যায় শহরের লেকেরপাড়ের স্বাধীনতা অঙ্গণে এ মেলার উদ্বোধন করেন ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মো. আজাহারুল ইসলাম।
মাদারীপুর বইমেলা উদযাপন পরিষদের উদ্যোগে এই উৎসবের আয়োজন করা হয়। চার দিনব্যাপী আয়োজনে থাকছে মাদারীপুরের লেখক-কবিদের লেখা গল্প, উপন্যাস, কবিতা, বাঙলা সাহিত্যসহ বিশ্বসাহিত্যের বিভিন্ন লেখকদের বইয়ের স্টল।
বিকেল ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত চলা এই মেলায় কবিদের নির্বাচিত কবিতা আবৃত্তি, কবিদের স্বকণ্ঠে কবিতা পাঠ, কুইজ প্রতিযোগিতা, সাহিত্য বিষয়ক প্রতিযোগিতা, বিষয়ভিত্তিক আলোচনাসহ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। শনিবারের শুরু হওয়া এই বইমেলা চলবে আগামী ১৪ জানুয়ারি পর্যন্ত।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- সদর উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট ওবায়দুর রহমান খান, পৌর মেয়র খালিদ হোসেন ইয়াদ, বাংলা একাডেমির উপ-পরিচালক ড. তপন বাগচীসহ অনেকেই।
বইমেলা উদযাপন পরিষদের আহ্বায়ক খান মো. শহীদের সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন শাহাদাৎ হোসেন লিটন।
বিডি প্রতিদিন/এনায়েত করিম