বগুড়ার দুপচাঁচিয়া পৌরসভার নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে সোমবার। এদিন সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ইলেক্ট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ভোট গ্রহণ শেষে ফলাফল ঘোষণা করা হবে। উপজেলা প্রশাসন থেকে নিরাপত্তা ব্যবস্থাসহ ভোটগ্রহণের সকল প্রস্তুতি সম্পন্ন করেছে। নির্বাচনে আওয়ামী লীগ, বিএনপি, স্বতন্ত্রসহ ৪ প্রার্থী মেয়র পদে লড়াই করছেন।
বগুড়ার দুপচাঁচিয়া উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, পৌরসভার বর্তমান মেয়র বেলাল হোসেন “জগ” প্রতীকে নির্বাচন করছে। আওয়ামী লীগ মনোনীত প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এনামুল হক টি রানা “নৌকা”, বিএনপি মনোনীত প্রার্থী সাবেক মেয়র জাহাঙ্গীর আলম “ধানের শীষ” ও অপর স্বতন্ত্র প্রার্থী আহম্মেদ আলী “মোবাইল ফোন” প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
এছাড়াও পৌরসভার ৯টি ওয়ার্ডের ২৯ জন সাধারণ কাউন্সিলারসহ ১৪ জন সংরক্ষিত মহিলা কাউন্সিলার প্রার্থী এ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতায় অংশগ্রহণ করছেন।
বগুড়ার দুপচাঁচিয়া উপজেলা নির্বাচন কর্মকর্তা ইকবাল হোসেন জানান, দুপচাঁচিয়া পৌরসভা নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে করার লক্ষ্যে ব্যাপক প্রস্তুতি সম্পূর্ণ হয়েছে। ইতিমধ্যেই দুপচাঁচিয়া পৌর এলাকার ৯টি ওয়ার্ডের ৯টি ভোট কেন্দ্রে ৯ জন প্রিজাইডিং অফিসার, ৫২ জন সহকারী প্রিজাইডিং অফিসার ও ১০৪ জন পোলিং অফিসার নিয়োগ দেওয়া হয়েছে। এছাড়াও রবিবার ৯টি কেন্দ্রে ইলেক্ট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) সহ সকল সরমঞ্জামাদি প্রেরণ করা হয়েছে। গত শনিবার থেকে এলাকায় বিজিবি ও র্যাব মোতায়ন করা হয়েছে। বর্ডারগার্ড বাংলাদেশ নওগাঁ থেকে বৃহৎ এক প্লাটুন বিজিবিসহ র্যাব পৌর এলাকা টহল দিচ্ছে। পৌরসভার সার্বিক আইন শৃঙ্খলা নিয়ন্ত্রনে নিয়োজিত আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের আইনানুগ দিক নির্দেশনা প্রদানের নিমিত্তে ৯টি ভোট কেন্দ্রে ৯ জন এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেটও নিয়োগ দেওয়া হয়েছে।
সোমবার দুপচাঁচিয়া পৌরসভা নির্বাচন সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ৯টি কেন্দ্রে ইলেক্ট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) এর মাধ্যমে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। মোট ১৬ হাজার ৭ শত ৬৩ জন ভোটার এর মধ্যে পুরুষ ৮ হাজার ১শত ৫৭ ও মহিলা ৮ হাজার ৬শত ৬ জন ভোটার রয়েছে।
আইন শৃঙ্খলা স্বাভাবিক রাখা ও সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভাবে ভোট গ্রহণের লক্ষ্যে পুলিশ সদস্যদেরকে সঠিকভাবে দায়িত্ব পালন করার জন্য রবিবার থানা চত্বরে অতিরিক্ত পুলিশ সুপার (পুলিশ সুপারের পদে পদন্নতি প্রাপ্ত) আব্দুল জলিল পিপিএম ব্রিফিং করেছেন।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল সনাতন চক্রবর্তী, অতিরিক্ত পুলিশ সুপার শেরপুর সার্কেল গাজিউর রহমান, নন্দিগ্রাম সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার রাজিউর রহমান, দুপচাঁচিয়া থানা অফিসার ইনচার্জ মিজানুর রহমান সহ প্রমুখ।
বিডি প্রতিদিন/এনায়েত করিম