শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার কাঁচিকাটা ইউনিয়নের আকলিমা বেগমের (৩০) ‘হত্যাকাণ্ড’ এর সুষ্ঠু তদন্ত ও খুনির ফাঁসির দাবিতে মানববন্ধন স্থানীয় জনতা। রবিবার বিকেল ৪টার দিকে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে মানববন্ধন করা হয়। মানববন্ধন শেষে শরীয়তপুর জেলা প্রশাসক এবং পুলিশ সুপার বরাবর স্বারকলিপি দিয়েছেন কাঁচিকাটা ইউনিয়নবাসী।
এসময় আকলিমা বেগমের মা সাহিদা বেগম, বাবা শরীফ সরদার, ভাই সাইফুল ইসলামসহ ইউনিয়নবাসী উপস্থিত ছিলেন। এ সময় কান্নায় ভেঙে পড়েন মা সাহিদা বেগম। তিনি দাবি করেন, একই গ্রামের গিয়াসউদ্দিন সরদারের ছেলে আল-আমিন সরদার (৩৫) আকলিমাকে হত্যা করেছে।
জানা যায়, ভেদরগঞ্জ উপজেলার সখিপুর থানার কাঁচিকাটা ইউনিয়নের জবরদখল গ্রামে ১৩ বছর আগে গিয়াসউদ্দিন সরদারের ছেলে আল-আমিন সরদারের সঙ্গে একই গ্রামের শরীফ সরদারের মেয়ে আকলিমা বেগম প্রেম করে বিয়ে করেন। তাদের বৈবাহিক জীবনে রিয়া মনি (৬) নামে এক মেয়ে ও রিয়াজ (১২) ও মিরাজ (৮) নামে দু’টি ছেলে রয়েছে। বিয়ের পর থেকে যৌতুকের জন্য আকলিমাকে নির্যাতন করতো আল-আমিন। আকলিমা নির্যাতন থেকে বাঁচতে বাবার বাড়ি থেকে ধাপে ধাপে পাঁচ লাখ টাকাও এনে দিয়েছে। পরে ঘটনাক্রমে গত ৯ ডিসেম্বর সখিপুর থানা পুলিশ আকলিমার মরদেহ উদ্ধার করে। আকলিমার পরিবার অভিযোগ করে তাকে খুন করা হয়েছে।
সখিপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এনামুল হক বলেন, আকলিমার ময়না তদন্ত বলছে তিনি আত্মহত্যা করেছেন। তার স্বামী আল-আমিন জেল হাজতে আছে। তবে তার পরিবারের পক্ষ থেকে যেসব অভিযোগ রয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে।
বিডি-প্রতিদিন/শফিক