জামালপুরে বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট ২০১৯ এর জেলা পর্যায়ের খেলা শেষ হয়েছে।
রবিবার শহরের জিলা স্কুল মাঠে জেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে তিন দিনব্যাপী টুর্নামেন্টের সমাপনী অনুষ্ঠিত হয়েছে।
জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো: আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মো: এনামুল হক।
এছাড়াও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সৈয়দ আতিকুর রহমান ছানা, সিংহজানি কাচারীপাড়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তপন কুমার সরকার প্রমুখ বক্তব্য রাখেন।
জেলা পর্যায়ে ছেলেদের বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টে মাইনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ১-০ গোলে সরিষাবাড়ী বাঙালী সরকারি প্রাথমিক বিদ্যালয়কে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। মেয়েদের বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টে জামালপুর পুলিশ লাইন্স সরকারি প্রাথমিক বিদ্যালয় ২-১ গোলে বকশীগঞ্জ ধাতুয়াকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়কে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। পরে বিজয়ী ও রানার্সআপ দলগুলোর মাঝে ট্রফি ও মেডেল তুলে দেন অতিথিবৃন্দ।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন