টাঙ্গাইলের মির্জাপুরে বিয়ে করতে এসে শ্রীঘরে বর। বাল্যবিয়ের দায়ে ভ্রাম্যমাণ আদালতের বিচারক সহকারি কমিশনার (ভূমি ) মো. মঈনুল হক বর মোক্তার আলীকে কারাদণ্ড দেন।
মির্জাপুর উপজেলার ভাতগ্রাম ইউনিয়নের সিংজুরি গ্রামে এই ঘটনা ঘটে।
দণ্ডপ্রাপ্ত বরের বাড়ি টাঙ্গাইলের নাগরপুর উপজেলার তেহালিয়া গ্রামে। তার পিতার নাম কোরবান আলীর।
বিকালে গোপন সংবাদের ভিত্তিতে সিংজুরি গ্রামে বিয়ে বাড়িতে উপস্থিত হন ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও সহকারী কমিশনার (ভূমি) মো. মঈনুল হক। পরে বাল্যবিয়ে করতে আসা বর মোক্তার আলীকে (২৮) আটক করেন। আটককৃত বর মোক্তার আলীকে বাল্য বিবাহ আইন ২০১৭ অনুযায়ী ৬ মাসের কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন