বরিশাল জেলা আইনজীবী সমিতির নির্বাচন আগামী ১৩ ফেব্রুয়ারী। সমিতির নির্বাচন উপ-পরিষদের আহবায়ক অ্যাডভোকেট মজিবর রহমান রবিবার (১২ জানুয়ারি) নির্বাচনী তফসিল ঘোষনা করেন।
তফসিল অনুযায়ী আগামী ২৩ জানুয়ারী দুপুর ২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত মনোনয়নপত্র বিতরন, ২৭ জানুয়ারী দুপুর ১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত মনোনয়নপত্র জমাদান, ২৮ জানুয়ারী প্রার্থীদের খসড়া তালিকা প্রকাশ, ২৯ জানুয়ারী দুপুর ২টা পর্যন্ত প্রার্থীতা প্রত্যাহার, ৩০ জানুয়ারী দুপুর ২ টায় চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ এবং ১৩ ফেব্রুয়ারী সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত (দুপুর ১টা থেকে দেড়টা পর্যন্ত ৩০ মিনিটের বিরতি) ভোট গ্রহণ করা হবে। গত বছরের ৩০ জুলাই প্রকাশিত চূড়ান্ত ভোটার তালিকা অনুযায়ী এবারের নির্বাচন অনুষ্ঠিত হবে।
বিডি-প্রতিদিন/ সিফাত আব্দুল্লাহ