সাভারের একটি মার্কেটে গণপিটুনিতে এক যুবক নিহত হয়েছে। নিহত যুবকের নাম মাফু (৩২)। নিহত মাফু সাভার পৌর শাহীবাগ এলাকায় ভাড়া বাসায় থাকতেন বলে জানা গেছে।
রবিবার (১২ জানুযারি) রাত ৮টার দিকে সাভার বাস স্ট্যান্ডের পাশে অন্ধ মার্কেটে এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, গণপিটুনির খবর পেয়ে ঘটনা স্থলে এসে মাফু নামের একজনকে ঘটনাস্থল থেকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে সাভারের এনাম মেডিকেলে নেওয়া হয়। এসময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বিডি-প্রতিদিন/ সিফাত আব্দুল্লাহ