দিনাজপুর সদরের তাজপুরের সরকার পাড়ায় মাদক ব্যবসায়ী এবং পুলিশের বন্দুকযুদ্ধে ২জন নিহত হয়েছে। ডিবি পুলিশের দাবি, নিহত দুই জনই মাদক ব্যবসায়ী। গতকাল রবিবার দিবাগত রাতে এই ঘটনা ঘটেছে।
নিহতরা হলেন, আবুল কাসেম ওরফে কাস্সাইয়া এবং লস্কর ওরফে রহমত আলী। তাদের বাড়ী জেলা শহরের লাইনপাড়া সিপাহী পাড়া এলাকায়।
দিনাজপুর ডিবি পুলিশের ওসি এটিএম গোলাম রসুল জানান, এই ঘটনায় ২ জন ডিবি পুলিশের সদস্য আহত হয়েছে।
বিডি প্রতিদিন/ফারজানা