নীলফামারীর সৈয়দপুরে আন্তঃনগর ট্রেন নীলসাগর এক্সপ্রেসের একটি বগি থেকে মাহবুব রশিদ নামে এক যাত্রীর মরদেহ উদ্ধার করেছে রেলপুলিশ। গতকাল রবিবার মধ্যরাতে তার লাশ উদ্ধার করা হয়। তিনি রংপুরের বদরগঞ্জ এলাকার মাহফুজ আহমেদের ছেলে।
রেলপুলিশ জানায়, ঢাকা থেকে চিলাহাটিগামী ট্রেনটির ৪৪নম্বর কেবিনের যাত্রী ছিল সে। তিনি হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা গেছেন বলে ধারণা পুলিশের।
সৈয়দপুর থানার অফিসার্স ইনচার্জ (ওসি) মো. আব্দুল্লাহ আল মামুন জানান, ট্রেন যাত্রী ওই ব্যক্তি বগির মধ্যে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ব্যাপারে জিআরপি থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।
বিডি-প্রতিদিন/ সিফাত আব্দুল্লাহ-কালাম