জামালপুরে অসহায় ও শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করেছে জামালপুর জেলা প্রেসক্লাব।
সোমবার সকালে জেলা প্রেসক্লাব প্রাঙ্গণে শীতার্ত মানুষদের মাঝে এই কম্বল বিতরণ করা হয়। কম্বল বিতরণকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুরের জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক। কম্বল বিতরণ অনুষ্ঠানে জামালপুর জেলা প্রেসক্লাবের সভাপতি এম. এ জলিলের সভাপতিত্বে বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক মো. মুখলেছুর রহমান, এনডিসি আবু আব্দুল্লাহ খান, সাধারণ সম্পাদক মুকুল রানা, শুভ্র মেহেদী, শোয়েব হোসেন, ফজলে এলাহী মাকাম প্রমুখ। এ সময় দুই শতাধিক অসহায় ও শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়।
জামালপুরের জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক জানান, জেলা প্রশাসনের পক্ষ থেকে অসহায় ও শীতার্ত মানুষের মাঝে এখন পর্যন্ত জেলায় ৪৭ হাজার কম্বল বিতরণ করা হয়েছে এবং এটি অব্যাহত থাকবে। এছাড়াও হতদরিদ্র মানুষদের শীতের কষ্ট লাঘবে সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান।
বিডি প্রতিদিন/ফারজানা