গলাচিপায় স্ত্রীর অনৈতিক কাজে সহায়তা করা এবং ব্যবসা প্রতিষ্ঠানে তালাবদ্ধ করার অভিযোগে বাবার বিরুদ্ধে ছেলে সংবাদ সম্মেলন করেছেন।
সোমবার সকাল ১০টায় উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের হল রুমে বিশিষ্ট ব্যাবসায়ী আব্দুল্লাহ আল মামুন (রাহাত) চৌধুরী তার বাবা উপজেলার কলাগাছিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দুলাল চৌধুরীর বিরুদ্ধে এসব অভিযোগ করেন।
লিখিত বক্তব্যে রাহাত বলেন, দীর্ঘদিন ধরে তিনি সুনামের সাথে ঠিকাদারি ও ইমারত নির্মাণ সামগ্রীর ব্যবসা করে আসছেন। ব্যবসায়ে তার ব্যস্ত থাকার সুযোগে স্ত্রী মেহের নিগার পরকীয়া সম্পর্কে জড়িয়ে পড়েন। এসব বিষয় প্রমাণিত ও সামাজিকভাবে জানাজানি হলে তিনি স্ত্রীকে তালাক দিতে বাধ্য হন। কিন্তু রাহাতের বাবা দুলাল চৌধুরী পুত্রবধূর অনৈতিক কাজের সমর্থন দিয়ে তার সাথে ঘর সংসার করতে চাপ দেন। এতে রাজি না হওয়ায় রবিবার দুপুরে দুলাল চৌধুরী ও তার মাদকাসক্ত বড় ছেলে রাসেল চৌধুরী রাহাত চৌধুরীর মালিকানাধীন ব্যবসা প্রতিষ্ঠান তালাবদ্ধ করে দেন।
এ বিষয়কে কেন্দ্র করে রাহাতের বড় ভাই রাসেল চৌধুরী তাকে প্রাণনাশের হুমকি দেয়। ররিবার বিকেলে রাহাত চৌধুরী তার বাবা দুলাল চৌধুরী ও বড় ভাই রাসেল চৌধুরীর বিরুদ্ধে গলাচিপা থানায় সাধারন ডায়েরিভুক্ত করার আবেদন করেন।
এ বিষয়ে জানতে চাইলে স্থানীয় সাংবাদিকদের সাথে দুর্ব্যবহার করেন দুলাল চৌধুরী। তিনি বলেন, আমার ব্যবসা প্রতিষ্ঠানে আমি তালা দেব না তবে কে দেবে?
গলাচিপা থানার অষিসার ইনচার্জ মো. আখতার মোর্শেদ জানান, রাহাত চৌধুরী তার বাবা ও ভাইয়ের বিরুদ্ধে থানায় সাধারণ ডায়েরির জন্য লিখিত আবেদন করেছেন। যেহেতু পারিবারিক বিষয় তাই তদন্ত করে ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
বিডি প্রতিদিন/ফারজানা