আধিপত্য বিস্তার করে নোয়াখালী বেগমগঞ্জে আমানুল্যাহ পুর গ্রামে ছাত্রলীগ, যুবলীগ-শিবির সংঘর্ষের ঘটনায় শতাধিক জামাত শিবির কর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে। আহত যুবলীগ কর্মী বঙ্গ মুন্সি ভাই নূর হোসেন বাদী হয়ে ৪০জনের নাম উল্লেখসহ শতাধিক লোকের বিরুদ্ধে রবিবার রাতে বেগমগঞ্জ থানায় মামলা দায়ের করেন। পুলিশ রাতেই ১ জামাতকর্মী ও ৫ শিবির কর্মীকে গ্রেফতার করেছে।
উল্লেখ্য আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গতকাল রবিবার সকাল ১১টায় ছাত্রলীগ, যুবলীগ-শিবির সংঘর্ষে যুবলীগ ও ছাত্রলীগের দুই নেতাকে কুপিয়ে জখমসহ ৮জন আহত হন।
বেগমঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. হারুন অর রশিদ ঘটনা সত্যতা স্বীকার করে বলেন, শিবিরের লোকজন হামলা করেছে। এই ঘটনায় শতাধিক লোকের বিরুদ্ধে মামলা হয়েছে। ৬ শিবির কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।
বিডি প্রতিদিন/ফারজানা