বাগেরহাটের মোরেলগঞ্জে এক হাজার ৩১০শ’ জন কৃষককে বিনামূল্যে সার ও বীজ সরবরাহ করা হয়েছে।
ঘূর্ণিঝড় বুলবুলে ক্ষতিগ্রস্ত কৃষকদেরকে কৃষিকাজে উৎসাহ বাড়াতে উপজেলা কৃষিসম্প্রসারণ অধিদফতর সোমবার এ প্রণোদনার আয়োজন করে।
উপজেলা চেয়ারম্যান অ্যড শাহ-ই-আলম বাচ্চু আনুষ্ঠানিকভাবে কৃষকদের হাতে সার-বীজ তুলে দেন। এর মধ্যে ৮শ’ জনকে ভুট্টা, ৩২০ জনকে মুগডাল, ১৯০ জনকে শীতকালীন সবজির বীজ ও সারসহ সকলকে নগদ ৫০০ টাকা করে দেওয়া হয়।
সহকারী কমিশনার (ভূমি) রঞ্জণ চন্দ্র দে, কৃষি কর্মকর্তা কৃষিবিদ রেহানা পারভিন, ভাইস চেয়ানম্যান মোজাম্মেল হক, মহিলা ভাইস চেয়ারম্যান ফাহিমা ছাবুল ও কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সিফাত আল মারুফ এ সময় উপস্থত ছিলেন।
বিডি প্রতিদিন/কালাম