কনকনে শীতেও গজলের সুরের মূর্ছনায় গজলপ্রেমী দিনাজপুরবাসীকে মাতালেন বিশিষ্ট গজলশিল্পী ফরহাদ আহম্মেদ। বাইরে যখন কনকনে হাঁড় কাঁপানো শীত ফরহাদ আহম্মেদের একের পর এক গজলের সুরে তখন গজলপ্রেমী দর্শকদের সম্মিলনে উত্তপ্ত হয়ে ওঠে দিনাজপুর নাট্য সমিতির পুরো অঙ্গন।
“জগত জুড়ে উদার সুরে আনন্দ গান বাজে” এই শ্লোগানকে সামনে রেখে গত সোমবার রাতে দিনাজপুরে সঙ্গীত শিল্পী কল্যাণ পরিষদ আয়োজন করেন ফরহাদ আহম্মেদের একক গজল সঙ্গীত।
অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন, অনুরাধা শর্মা, পম্পী সরকার ও হাফিজা শারমিন সুমী।
দিনাজপুর নাট্য সমিতি মিলনায়তনে সোমবার দিবাগত সন্ধ্যা সাড়ে ৭টা থেকে শুরু হয় এই সঙ্গীতানুষ্ঠান। গভীর রাত পর্যন্ত চলে একের পর এক গজল এবং একই সাথে মেতে উঠে সুরের মুর্ছনায় গজলপ্রেমীরা। তীব্র শীত উপেক্ষা করেও তারা উপভোগ করেন জনপ্রিয় বিভিন্ন গজল সঙ্গীত।
এর আগে এই গজল সোমবার সন্ধ্যায় উদ্বোধন করেন প্রধান অতিথি দিনাজপুর প্রেসক্লাবের সভাপতি স্বরূপ বক্সী বাচ্চু। এসময় অন্যান্য অতিথিদের মধ্যে ছিলেন বিশিষ্ট নজরুল সঙ্গীত শিল্পী চক্ষু বিশেষজ্ঞ ডা. শহীদুল ইসলাম খান, দিনাজপুর হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদের সভাপতি সুনীল চক্রবর্তী প্রমুখ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, দিনাজপুর সঙ্গীত শিল্পী কল্যান পরিষদের সহ-সভাপতি হাসান আলী শাহ। স্বাগত বক্তব্য রাখেন সঙ্গীত শিল্পী কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক প্রশান্ত কুমার রায়।
বিডি প্রতিদিন/এনায়েত করিম