নীলফামারীতে দুই দিন ব্যাপী জাতীয় শিশু প্রতিযোগিতা শুরু হয়েছে।
বুধবার দুপুরে জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে বেলুন উড়িয়ে প্রতিযোগিতার উদ্বোধন করেন জেলা প্রশাসক হাফিজুর রহমান চৌধুরী।
এতে বক্তব্য দেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের জেলা আহবায়ক আহসান রহিম মঞ্জিল, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা ইমরান মিঞা, জেলা কালচারাল অফিসার আরিফুজ্জামান আরিফ, জেলা ক্রীড়া অফিসার আবুল হাশেম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সান্তনা চক্রবর্তি।
৭৯টি ইভেন্টে শুরু হওয়া বিভিন্ন প্রতিযোগিতা শেষে বিজয়ীদের পুরস্কার বিতরণ করা হবে আগামীকাল বৃহস্পতিবার বিকেলে।
বিডি প্রতিদিন/ফারজানা