জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উদযাপন উপলক্ষে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস ও চেতনায় নতুন প্রজন্মের ছাত্র-ছাত্রীদের উদ্বুদ্ধকরণের লক্ষে জেলা তথ্য অফিসের আয়োজনে মুক্তিযোদ্ধাদের কণ্ঠে ‘এসো মুক্তিযুদ্ধের গল্প শুনি’ অনুষ্ঠান বুধবার সকালে স্থানীয় শহীদ সৈয়দ আতর আলী গণগ্রস্থাগার চত্বরে অনুষ্ঠিত হয়েছে।
জেলা তথ্য অফিসার রেজাউল করিমের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক আশরাফুল আলম। বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান পঙ্কজ কুন্ডু, সদর উপজেলা চেয়ারম্যান আবু নাসির বাবলু, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি বাসুদেব কুন্ডু, জেলা মুক্তিযুদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার আব্দুর রহমান, সাবেক সদর উপজেলা কমান্ডার জহুর-ই-আলম প্রমুখ।
অনুষ্ঠানে মুক্তিযুদ্ধ ভিক্তিক প্রামান্য চলচ্চিত্র প্রদর্শনী ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মধ্যে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। আলোচনা সভা শেষে বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন জেলা প্রশাসক আশরাফুল আলম।
সভায় বক্তারা মুক্তিযুদ্ধের চেতনায় নতুন প্রজন্মের শিক্ষার্থীদের উদ্বুদ্ধ হওয়ার পাশপাশি মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানতে আহবান জানান।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ