ঠাকুরগাঁও সদর উপজেলা সাশলাপিয়ালা হাজীপাড়া এলাকায় এক বাড়িতে চুরি হয়েছে। চোরেরা স্বর্ণালংকারসহ হালখাতার আদায়কৃত ২১ লাখ পঞ্চাশ হাজার টাকা নিয়ে গেছে বলে পুলিশে অভিযোগ করা হয়েছে। মঙ্গলবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, একদল চোর সাশলাপিয়ালা হাজীপাড়া গ্রামের ইয়াসিন আলীর বাড়ির দরজা কৌশলে খুলে ভেতরে ঢোকে। তারা আলমারি ভেঙে ১০ ভরি স্বর্ণালংকার, দোকানের হালখাতা থেকে আদায়কৃত নগদ একুশ লাখ পঞ্চাশ হাজার টাকা চুরি করে পালিয়ে যায়। চুরির ঘটনায় গৃহকর্তা ইয়াসিন আলী ঠাকুরগাঁও থানায় একটি মামলা করেছেন।
ইয়াসিন আলী জানান, আমার বুড়িরহাটে কীটনাশকের একটি দোকান রয়েছে। দোকানের হালখাতা শেষে আদায়কৃত ২১ লক্ষ ৫০ হাজার টাকা ব্যাংকে জমা দেওয়ার জন্য বাড়িতে নিয়ে আসি। রাতেই কতিপয় চোরেরা বাড়ির আলমারি ভেঙে সব নগদ অর্থ ও স্বর্ণালংকার নিয়ে যায়।
ঠাকুরগাঁও থানার পরিদর্শক তানভিরুল ইসলাম বলেন, দুইজন সন্দেহভাজনকে আটক করা হয়েছে। মূল অপরাধীদের গ্রেফতারের চেষ্টা চলছে।
বিডি-প্রতিদিন/মাহবুব