ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে ক্লিনিক মালিকের বিরুদ্ধে এক নার্সকে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় বুধবার দুপুরে ভুক্তভোগী ওই নার্স ক্লিনিক মালিকসহ দুইজনের বিরুদ্ধে থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেছেন।
পুলিশ ও ভুক্তভোগী সূত্রে জানা গেছে, উপজেলা শহরের হাসপাতাল মোড়ে অবস্থিত একটি ক্লিনিকে দীর্ঘ ৭ মাস ধরে ওই ভুক্তভোগী নারী নার্স হিসেবে কাজ করে আসছিলেন। গত তিন মাস ধরে ক্লিনিক মালিক আসমত আলী তাকে বিয়ের প্রলোভন দেখিয়ে প্রতিনিয়ত ধর্ষণ করে আসছে। এক পর্যায়ে তিনি অন্তঃসত্ত্বা হয়ে পড়েন। এ সময় ওই ক্লিনিক মালিককে বিষয়টি জানিয়ে তাকে বিয়ের প্রস্তাব দিলে ক্ষুব্ধ হয়ে উঠেন ক্লিনিক মালিক আসমত। গত ১৪/১৫ দিন পূর্বে জোরপূর্বক অবৈধভাবে ওই নারীর গর্ভপাত ঘটানো হয়।
হরিণাকুণ্ডু থানার ওসি আসাদুজ্জামান জানান, ধর্ষণের শিকার ওই নারী থানায় মামলা দায়ের করেছেন। তাকে ডাক্তারি পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। দ্রুত আসামিদের গ্রেফতার করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও তিনি জানান।
বিডি-প্রতিদিন/মাহবুব