ফসল উৎপাদন ব্যয় কমানোর লক্ষ্যে নেত্রকোনায় বোরো ধান চাষে ট্রান্সপ্লান্টার যন্ত্রের সাহায্যে চারা রোপণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। আজ বুধবার দুপুরে সদর উপজেলার মৌগাতী ইউনিয়নের কাঞ্চনপুরে গ্রামে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়।
বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের সহযোগিতায় সদর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর প্রথমবারের মতো আধুনিক যন্ত্রপাতি ব্যবহারে কৃষকদের উদ্বুদ্ধকরণে এ প্রযুক্তি সম্পর্কে উদ্বুদ্ধ করা হয়। মৌগাতি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান তফসির উদ্দিন খান, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক হাবিবুর রহমান, প্রেসক্লাব সম্পাদকসহ আরও অনেক। এতে ইউনিয়নের বিভিন্ন প্রান্ত থেকে শতাধিক কৃষক অংশগ্রহণ করেন।
বিডি প্রতিদিন/এ মজুমদার