ভালুকা এপি ওয়ার্ল্ড ভিশনের উদ্যোগে ডেঙ্গুর প্রকোপ কমাতে ও শারীরিক-মানসিক বিকাশ এর জন্য মশারি বিতরণ করা হয়। বুধবার সকালে উপজেলা পরিষদ হলরুমে এলাকাবাসীর মধ্যে মশারি বিতরণের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
ভালুকা এপি, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের ম্যানেজার সজল গমেজ জানান, এ বছর তাদের কর্ম এলাকা ভালুকা পৌরসভা, ভালুকা, মল্লিকবাড়ি, হবিরবাড়ি, ডাকাতিয়া এবং কাচিনা ইউনিয়নে সর্ব মোট ৩০০৯টি মশারি বিতরণ করা হবে।
মশারি বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভালুকা পৌরসভার মেয়র ডা. এ. কে. এম. মেজবাহ্ উদ্দিন কাইয়ুম, উপজেলার ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি) রোমেন শর্মা, ভালুকা সরকারি কলেজের অধ্যক্ষ আ. রউফ ও ভালুকা এপি’র অন্যান্য কর্মীরা।
বিডি-প্রতিদিন/শফিক