দিনাজপুরের ফুলবাড়ী পৌর শহরের কাঁলিবাড়ী বাজার এলাকার নকসা জুয়েলার্স নামে একটি স্বর্ণালংকারের দোকানে দুর্ধর্ষ চুরি হয়েছে। মঙ্গলবার দিবাগত রাতে ফুলবাড়ী পৌরসভার কাঁলিবাড়ী রোডের আয়শা মঞ্জিল নামে এক মার্কেটে নকসা জুয়েলার্স এর দোকানে চুরি হয়।
দোকানের মালিক আজিজুল হক সাংবাদিকদের কাছে দাবি করে বলেন, একটি কম্পিউটারসহ প্রায় ৪০ ভরি স্বর্ণালংকার চুরি হয়েছে। যার আনুমানিক মূল্য ২১ লক্ষ টাকা। প্রতিদিনের ন্যায় মঙ্গলবার দিবাগত রাত ৯টার দিকে তিনি দোকান বন্ধ করে বাসায় যান। পরের দিন বুধবার সকালে এসে দেখেন তার দোকান চুরি হয়েছে।
ফুলবাড়ী থানার ওসি ফকরুল ইসলাম বলেন, চুরির সঙ্গে জড়িতদের দ্রুত খুঁজে বের করার চেষ্টা চলছে।
বিডি-প্রতিদিন/শফিক