ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার উত্তর কৈলাটি গ্রামে মানসিক ভারসাম্যহীন ছেলের হাতে মা খুন হয়েছেন। আজ বুধবার সকাল ৯টার দিকে মা ফিরোজা খাতুনকে (৫৫) কুপিয়ে হত্যা করে ছেলে সাদেকুল (২৫)।
নিহত ফিরোজা বেগম স্থানীয় সাবদুল হাইয়ের স্ত্রী। তিনি তিন ছেলে ও এক কন্যা সন্তানের জননী। এ ঘটনায় ঘাতক ছেলে সাদেকুল (২৫) আত্মগোপনে রয়েছে বলে জানা যায়। নৃশংস এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে ওই গ্রামে।
স্বজনরা জানায়, পরিবাবের সবার ছোট ছেলে সাদেকুল প্রায় ২ বছর ধরেমানসিক রোগে ভুগছিলেন। এ কারণে প্রায়ই মানসিকভাবে বিপর্যস্ত থাকতেন। আজ সকালে মাকে ধারালো দা দিয়ে কুপিয়ে হত্যা করে দৌঁড়ে পালিয়ে যায় সে। পরে স্থানীয়রা থানা পুলিশকে খবর দিলে ঘটনাস্থল থেকে রক্তাক্ত অবস্থায় নিহতের লাশ উদ্ধার করে। নিহতের মাথায় ও হাতে আঘাতের চিহ্ন রয়েছে।
এ ঘটনায় ময়মনসিংহ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) জয়িতা শিল্পী ঘটনাস্থল পরিদর্শন করেন। হালুয়াঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) বিপ্লব কুমার বিশ্বাস জানান, ঘটনার খবর পেয়ে নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য লাশ মর্গে পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।
বিডি-প্রতিদিন/শফিক