বাকেরগঞ্জ উপজেলার ফরিদপুর ইউনিয়নের ইছাপুরা বটতলা এলাকায় অগ্নিকাণ্ডে ইউনিয়ন যুবলীগের কার্যালয়সহ ৫টি দোকান পুড়ে গেছে। বৃহস্পতিবার দিবাগত রাত ৩টার দিকে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।
আগুনে ইছাপুরা বটতলা এলাকার জাফর সিকদারের মার্কেটে থাকা ইউনিয়ন যুবলীগের কার্যাল সহ কাওছার মৃধার মালিকানাধীন পেট্রোল, রাইস-মিল, স্ব-মিলসহ পাঁচটি দোকান পুড়ে যায়। বাকেরগঞ্জ থানা পুলিশ অগ্নিকাণ্ডে ৫টি দোকান পুড়ে যাওয়ার সত্যতা নিশ্চিত করেছেন।
ক্ষতিগ্রস্থ ব্যবসায়ী কাওছার মৃধা জানান, রাতে তিনি প্রকৃতির ডাকে সাড়া দিতে বাইরে বের হয়ে আগুনের লেলিহান শিখা দেখে চিৎকার দেন। স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করলেও ততক্ষণে ৫টি দোকান পুড়ে যায়।
বিডি-প্রতিদিন/শফিক