২০ জানুয়ারি, ২০২০ ১৭:৩১

নোয়াখালী পৌরসভা ভবনে দুটি হাত বোমা বিস্ফোরণ

নোয়াখালী প্রতিনিধি:

নোয়াখালী পৌরসভা ভবনে দুটি হাত বোমা বিস্ফোরণ

নোয়াখালী পৌরসভা ভবনের নিচে  দুটি হাত বোমার বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা। রবিবার রাত পৌনে ১২টার দিকে এ ঘটনা ঘটে। 

তবে কেন কি কারণে এ বোমা বিস্ফোরণের ঘটনা, তা নিশ্চিত করতে পারেনি পৌর কর্তৃপক্ষ। সুধারাম মডেল থানা থেকে পৌরসভা ভবনের দুরত্ব ২০০ গজ হলেও খবর পেয়ে আজ সোমবার দুপুর ১২টার দিকে ঘটনাস্থল পরিদর্শন করেছে সুধারাম থানা পুলিশ। 

পৌরসভার সচিব শ্যামল দত্ত জানান, রাতে তিনজন নৈশ্যপ্রহরি ছিলেন। তাদের মধ্যে একজন গার্ডরুমে ছিল। একজন টয়লেটে এবং একজন ভবনের পিছনে গাড়ির কাছে ছিলেন। হঠাৎ বোমা বিস্ফোরণের শব্দ শুনে তারা ঘটনাস্থলে আসলেও কাউকে দেখতে পায়নি। পরে আজ সকালে পৌর মেয়র ঢাকায় যাওয়ার পথে তাকে বিষয়টি জানানো হলে তিনি ঘটনাস্থলে আসেন এবং পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশ দুপুর ১২টার দিকে ঘটনাস্থল পরিদর্শন করে এবং থানায় লিখিত দিতে বললে এটি সাধারণ ডায়েরি করা হয়। 

জানতে চাইলে সুধারাম মডেল থানার পরিদর্শক (তদন্ত) আব্দুল বাতেন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ বিষয়ে তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণ করবেন বলে জানান তিনি। 


বিডি প্রতিদিন/হিমেল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর