২০ জানুয়ারি, ২০২০ ১৯:২৯

সিপিবির সমাবেশে বোমা হামলায় নিহত মোক্তারের পরিবার দ্রুত রায় কার্যকর চায়

মাদারীপুর প্রতিনিধি:

সিপিবির সমাবেশে বোমা হামলায় নিহত মোক্তারের পরিবার দ্রুত রায় কার্যকর চায়

রাজধানীর পল্টনে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সমাবেশে বোমা হামলায় নিহতের ঘটনায় ১০ জনকে মৃত্যুদণ্ড ও দু'জনকে খালাস দিয়েছেন আদালত। এই ঘটনায় নিহত হয় মাদারীপুর সদর উপজেলার খোয়াজপুর ইউনিয়নের চরগোবিন্দপুর গ্রামের সিপিবি কর্মী মোক্তার হোসেন বেপারী। মৃত্যুদণ্ডের আদেশে সন্তুষ্টি প্রকাশ করেছে মোক্তারের পরিবার। পরিবারের দাবি রায় যেন দ্রুত কার্যকর করা হয়।

নিহত মোক্তারের ভাই বেলায়েত হোসেন বলেন, আমার ভাইকে অন্যায় ভাবে হত্যা করা হয়েছে। যারা হত্যা করেছে তাদের মৃত্যুদন্ডের আদেশ দিয়েছে বলে শুনেছি। আমরা এই রায়ে সন্তুষ্ঠু। তবে আমরা চাই রায় যেন দ্রুত কার্যকর হয়। কোন অজুহাতে যেন দোষীরা পার পেয়ে না যায়। 

নিহতের ছেলে তরিকুল ইসলাম বলেন, আমার বাবা নিহতের সময় আমি ও আমার বোন খুব ছোট ছিলাম। বাবার আদর মমতা কিছুই পাইনি। সন্ত্রাসীদের কারণে বাবার আদর ভালোবাসা থেকে বঞ্চিত হয়েছি। যারা আমাদের বাবার আদর থেকে বঞ্চিত করেছে তাদের দ্রুত শাস্তি কার্যকর করা হোক এটাই চাই।

বিডি প্রতিদিন/মজুমদার

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর