কক্সবাজারের টেকনাফ উপকূলের সমুদ্র পথে মালয়েশিয়া যাওয়ার প্রস্তুতিকালে ২২ জন রোহিঙ্গাকে উদ্ধার করেছে পুলিশ। এসব রোহিঙ্গাদের মধ্যে ১৮ নারী, ১ শিশু এবং ৩ পুরুষ রয়েছে। তারা উখিয়া-টেকনাফের বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্পের বসবাস করছিল।
সোমবার রাত ৮টার দিকে টেকনাফের শামলাপুর নোয়াখালী পাড়া এলাকায় জমায়েত অবস্থায় তাদের আটক করা হয়।
এসব তথ্য নিশ্চিত করে টেকনাফের বাহারছড়া পুলিশ তদন্ত কেন্দ্রর (ইনচার্জ) পরিদর্শক মোহাম্মদ লিয়াকত আলী বলেন, ‘একটি মানব পাচার চক্র বাংলাদেশে বসবাসকারী কিছু রোহিঙ্গা নাগরিককে অবৈধভাবে সাগরপথে মালয়েশিয়া পাচারের জন্য টেকনাফের শামলাপুর নোয়াখালী পাড়া এলাকায় জমায়েত করা হয়েছে। ওই সংবাদে রাতেই তিনিসহ পুলিশের একটি দল ওই এলাকায় অভিযান পরিচালনা করে সাগরপাড়ে তীরে নৌকার জন্য অপেক্ষায় থাকা ২২ জন রোহিঙ্গা নাগরিককে আটক করা হয় । এতে ১৮ নারী, ১ শিশু এবং ৩ পুরুষ ভিকটিম ছিল। তাদের জিজ্ঞাসাবাদ শেষে স্ব-স্ব ক্যাম্পে পাঠানো হবে বলে জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ