শেরপুরে জতীয় শোক দিবস ও মহান বিজয় দিবস উপলক্ষে অনুষ্ঠিত রচনা, বইপাঠ ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকালে জেলা সরকারি গণগ্রন্থাগার হল রুমে অনুষ্ঠিত এ পুরস্কার বিতরণী সভায় প্রধান অতিথি ছিলেন শেরপুর পৌরসভার মেয়র গোলাম কিবরিয়া লিটন।
গ্রন্থাগারের লাইব্রেরিয়ান সাজ্জাদুল করিমের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশিষ অতিথি ছিলেন মডেল গাল্স কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) তপন সারোয়ার, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি ফকরুল মজিদ, নবারুন পাবলিক স্কুলের অধ্যক্ষ আবুল কালাম আজাদ। এছাড়া বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/এনায়েত করিম