২৫ জানুয়ারি, ২০২০ ১২:৩৮

বরগুনায় সড়ক দুর্ঘটনায় মা-ছেলেসহ নিহত ৩

বরগুনা প্রতিনিধি

বরগুনায় সড়ক দুর্ঘটনায় মা-ছেলেসহ নিহত ৩

বরগুনার আমতলী-কুয়াকাটা সড়কে বাসের ধাক্কায় মা-ছেলেসহ তিনজন নিহত হয়েছে। আজ শুক্রবার পৌনে ১২টার দিকে 'মায়ের দোয়া' নামের যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে অপেক্ষমান অটোরিক্সার উপর তুলে দিলে এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনায় আহত হয়েছে ১২-১৫ জন। তাদের আমতলী স্বাস্থ্য কেন্দ্রে ও পটুয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, পটুয়াখালী থেকে গাজীপুর হয়ে কুয়াকাটা যাবার পথে নিয়ন্ত্রণ হারিয়ে আমতলী একে স্কুল সড়কের পাশে অপেক্ষমান অটোরিক্সার উপর তুলে দেয়। এসময় কয়েকটি অটোরিক্সা উল্টে গিয়ে অটোরিক্সার যাত্রী ও পথচারীদের আঘাত করে। এসময় অটোরিক্সার যাত্রী নুপুর (২৫), তার ছেলে ছেলে নিশাত (১০) এবং নামিয়া (১৪) নামের নিহত হন। 

আহতদের মধ্যে রুবেল (২৫), সোজা (২৪), জব্বার (৪০), মমতাজ (৫০) সাহাবুদ্দিন (৪৫) লুনা (৩৪)য়ের নাম জানা গেছে। 

পুলিশ বাসটি আটক করেছে তবে এর চালক ও হেলপার পালিয়ে গেছে। এ প্রতিবেদন লেখা পর্যন্ত মামলার প্রস্তুতি চলছিলো।

বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন/ফারজানা

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর