কুষ্টিয়ার কুমারখালীতে গরু বোঝাই নসিমনের ধাক্কায় ইউসুফ আলী শেখ ওরফে আফা (৮২) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। আজ শনিবার বেলা ১১টায় কুষ্টিয়া-রাজবাড়ী মহাসড়কের দবির মোল্লার রেলগেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ইউসুফ আলী উপজেলার পশ্চিম লাহিনীপাড়া গ্রামের মৃত আদু শেখের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, সকালে বৃদ্ধ ইউসুফ আলী শেখ ওরফে আফা কুষ্টিয়া-রাজবাড়ী মহাসড়কের দবির মোল্লার রেলগেট এলাকার একটি চায়ের দোকানে চা খেয়ে রাস্তা পার হচ্ছিলেন। এ সময় কুমারখালী থেকে কুষ্টিয়া গামী একটি গরু বোঝাই নসিমন নিয়ন্ত্রণ হারিয়ে তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই ইউসুফ আলী শেখের (আফা) মৃত্যু হয়।
এবিষয়ে কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল আলিম জানান, আমরা তাৎক্ষণিক গরু বোঝাই নসিমন গাড়ি এবং চালককে আমাদের হেফাজতে নিয়েছি। যেহেতু এটা হাইওয়ে পুলিশের আওতাধীন সেহেতু ইতিমধ্যে লাশ তাদের হেফাজতে দেয়া হয়েছে এবং নসিমন গাড়ি এবং চালকের বিরুদ্ধে তারা ব্যবস্থা নিবেন।
বিডি প্রতিদিন/এনায়েত করিম