সাতক্ষীরায় গোপন সংবাদের ভিত্তিতে এক অভিযানে বিল্লাল হোসেন তালুকদার (২০) নামে এসএসসি প্রশ্নফাঁস চক্রের এক প্রতারককে আটক করেছে র্যাব।
শুক্রবার দুপুরে সাতক্ষীরা শহরের চালতেতলা এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক বিল্লাল হোসেন তালুকদার চালতেতলা বাগানবাড়ি’র গিয়াস উদ্দিনের ছেলে।
খুলনা র্যাব-৬ এর সাতক্ষীরার ভারপ্রাপ্ত অধিনায়ক সিনিয়র এএসপি মো. বজলুর রশীদ জানান, আসন্ন এসএসসি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসকারি চক্রের কয়েকজন অর্থের বিনিময়ে মোবাইল ফোনের মাধ্যমে ফেইসবুক আইডি ব্যবহার করে প্রশ্নপত্র ফাঁস করার চেষ্টা করছে। এমন সংবাদে চালতেতলা এলাকায় অভিযান চালানো হয়। এসময় বিল্লাল হোসেনকে আটক করা হয়। তার কাছ থেকে একটি মোবাইল ফোন, দুটি সিম কার্ড, মোহাম্মদ হাবিবুল বাশার নামের ব্যবহৃত আইডি হতে ফাঁসকৃত বিভিন্ন ফেসবুক চ্যাটের ২২ টি স্ক্রিনশর্ট প্রিন্ট জব্দ করা হয়েছে।
এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে বলে জানান এই কর্মকর্তা।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন