সারাদেশের মতো টাঙ্গাইলেও আজ সোমবার থেকে এসএসসি ও দাখিল পরীক্ষা শুরু হয়েছে। প্রথম দিনের পরীক্ষা শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে।
জেলা প্রশাসক শহীদুল ইসলাম পৌর শহরের কয়েকটি পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেছেন। এসময় তিনি সাংবাদিকদের বলেন, পরীক্ষা সুষ্ঠ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে প্রয়োজনীয় সকল ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
জেলা শিক্ষা অফিসার লায়লা খানম বলেন, টাঙ্গাইল জেলায় মোট পরিক্ষার্থী ৫৪ হাজার ৫৪৮ জন পরিক্ষার্থী পরীক্ষা দিচ্ছে। এসময় উপস্থিত ছিলেন টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহম্মেদসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ