‘পড়বো বই গড়বো দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ’ এই শ্লোগানকে সামনে রেখে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) জাতীয় গ্রন্থাগার দিবস-২০২০ পালিত হয়েছে। বুধবার সকাল ১১টায় বিশ^বিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে থেকে হাবিপ্রবির উপাচার্য প্রফেসর ড. মু. আবুল কাসেমের নেতৃত্বে র্যালিটি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস প্রদক্ষিণ করে।
র্যালি শেষে কেন্দ্রীয় গ্রন্থাগার আয়োজিত একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য প্রফেসর ড. মু. আবুল কাসেম বলেন, লাইব্রেরি হচ্ছে জ্ঞান আহরণের স্থান এবং বিশ্ববিদ্যালয়ের অন্যতম একটি গুরুত্বপূর্ণ স্থান। লাইব্রেরিতে বইয়ের সংখ্যা বাড়িয়েছি। তিনি বলেন, আমাদের লাইব্রেরি অটোমেশনের কাজ শুরু হয়েছে। এটি বাস্তবায়ন হলে শিক্ষার্থীরা উন্নত বিশ্বের মতো অত্যাধুনিক লাইব্রেরি পাবে। সঙ্গে পরীক্ষা নিয়ন্ত্রক শাখাও অটোমেশনের আওতায় নিয়ে আসা হচ্ছে। তিনি জানান, ছাত্রী হল হচ্ছে, ১০তলা একাডেমিক ভবনের কাজ শেষের দিকে। এটি হলে কয়েকটি অনুষদের ল্যাব ও ক্লাসরুম সংকট কেটে যাবে।
সভায় বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. বিধান চন্দ্র হালদার, দায়িত্বপ্রাপ্ত রেজিস্ট্রার এবং জনসংযোগ ও প্রকাশনা শাখার পরিচালক প্রফেসর ড. শ্রীপতি সিকদার। এছাড়া আরও উপস্থিত ছিলেন আইআরটির পরিচালক প্রফেসর ড. মো. তারিকুল ইসলাম, ছাত্র পরামর্শ ও নির্দেশনা শাখার পরিচালক প্রফেসর ড. ইমরান পারভেজ, প্রগতিশীল কর্মকর্তা পরিষদের আহবায়ক কৃষিবিদ ফেরদৌস আলম প্রমুখ। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, ছাত্রলীগ নেতৃবৃন্দ ও সাধারণ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/আল আমীন