মিয়ানমার থেকে ব্যবসায়ীরা পিয়াজ আমদানি অব্যাহত রেখেছেন। গতকাল বুধবার একদিনে ১০ ব্যবসায়ীর কাছে ১৯টি ট্রলারে করে ১ হাজার ১৭৭ দশমিক ৩০২ মেট্রিক টন পিয়াজ টেকনাফ স্থলবন্দরে এসেছে। চলতি ফেব্রুয়ারি মাসে পাঁচ দফায় মিয়ানমার থেকে নৌপথে ৫ হাজার ৮৯২ দশমিক ৯০৮ মেট্রিকটন পিয়াজ আমদানি করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ স্থলবন্দরের সুল্ক কর্মকর্তা আফসার উদ্দিন। তিনি বলেন, গত বছরের ২৯ সেপ্টেম্বর থেকে পিয়াজ রপ্তানি বন্ধ করে দেয় ভারত। এরপর ৩০ সেপ্টেম্বর মিয়ানমার থেকে প্রথম চালানে ৬৫০টন পিয়াজ আসে। এরপর থেকে গতকাল বুধবার বিকেল পর্যন্ত মিয়ানমার থেকে ৮২ হাজার ৩৬৬ দশমিক ৪০৭ টন পিয়াজ আমদানি করা হয়।
তিনি আরও বলেন, পিয়াজভর্তি আরও ট্রলার আসার পথে রয়েছে। পিয়াজের পাশাপাশি অন্যান্য পণ্য আমদানি করতে ব্যবসায়ীদের উৎসাহিত করা হচ্ছে।
এ প্রসঙ্গে স্থলবন্দর পরিচালনাকারী প্রতিষ্ঠানের ইউনাইটেড ল্যান্ড পোহর্ট টেকনাফ লিমিটেডের মহাব্যবস্থাপক জসিম উদ্দিন বলেন, মিয়ানমার থেকে ব্যবসায়ীরা চাহিদা অনুযায়ী পিয়াজ আমদানি করছেন। আমদানিকৃত পিয়াজ দ্রুত সময়ে খালাস করা হচ্ছে। গতকাল বুধবার সন্ধ্যা সাড়ে ৭ টা পর্যন্ত ৯০টি পিয়াজ ভর্তি ট্রাক দেশের বিভিন্ন বিভাগীয় শহরের উদ্দেশ্যে স্থলবন্দর ছেড়ে গেছে।
বিডি প্রতিদিন/সিফাত আব্দুল্লাহ