সমন্বয় ছাড়া পার্বত্যাঞ্চলে কখনো উন্নয়ন সম্ভব নয় বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী মো. তাজুল ইসলাম। তিনি বলেন, পার্বত্যাঞ্চলকে বাদ দিয়ে এদেশে কোন উন্নয়নই সম্ভব নয়। বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ অংশ তিন পার্বত্য জেলা রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান। এ অঞ্চলের প্রতি সরকার খুবই আন্তরিক।
তিনি বলেন, পার্বত্যা অঞ্চলের মানুষের শান্তি সম্প্রীতি উন্নয়ন প্রতিষ্ঠা করার জন্য শান্তি চুক্তি করেছিলেন সরকার। যাতে এ অঞ্চলের মানুষ নিরাপদে বসবাস করতে পারে। একই সাথে এ পার্বত্যাঞ্চলকে বিশেষ গুরুত্বও দেওয়া হয়েছে। শিক্ষা দিক্ষা, উন্নয়ন আর নিরাপত্তার বিষয়ে সরকারের যথেষ্ট নজরদাড়ি রয়েছে। তাই আজ পাহাড়ের মানুষ আধুনিকতা ও উন্নয়নের দিকে অগ্রসর হচ্ছে। এসময় তিনি তাই সরকারের এ উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রাখতে সবাইকে নিজ নিজ স্থান থেকে সহযোগিতা করার আহবান জানান।
বৃহস্পতিবার দুপুর ২টায় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উদ্যোগে রাঙামাটি ক্ষুদ্র নৃ-গোষ্ঠি ইনস্টিটিউট মিলনায়তনে তিন পার্বত্য জেলার উপজেলা পরিষদ চেয়ারম্যান, পৌর মেয়র ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ সমন্বয়ে মতবিনিময় সভায় প্রধান হিসেবে মন্ত্রী মো. তাজুল ইসলাম এসব কথা বলেন।
মন্ত্রণায়ের সিনিয়র সচিব হেলালুদ্দীন আহমদের সভাপতিতে এতে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং, রাঙামাটি সংসদ সদস্য দীপংকর তালুকদার, রাঙামাটি জেলা প্রশাসক এ কে এম মামুনুর রশিদ, রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা, খাগড়াছড়ি জেলা পরিষদ চেয়ারম্যান কংজরী চৌধুরী, বান্দরবান জেলা পরিষদ চেয়ারম্যান ক্য শৈ হ্লা মারমা উপস্থিত ছিলেন।
বিডি-প্রতিদিন/শফিক