ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার গোপালপুর ইউনিয়ন আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বিকেলে গোপালপুরস্থ কামারগ্রাম কাঞ্চন মুন্সী হাই স্কুল মাঠে জাঁকজমক আয়োজনের মধ্য দিয়ে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সম্মেলনে প্রধান অতিথি ছিলেন ফরিদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সুবল চন্দ্র সাহা। সম্মেলনের শুরুতে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্যদিয়ে সম্মেলনের আনুষ্ঠানিকতা শুরু হয়। গোপালপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মনিরুজ্জামান ইকুর সভাপতিত্বে সম্মেলনে বিশেষ বক্তা হিসাবে উপস্থিত ছিলেন কৃষকলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ সভাপতি আরিফুর রহমান দোলন।
আলফাডাঙ্গা ও বোয়ালমারী উপজেলা আওয়ামী লীগের যৌথ উদ্যোগে আয়োজিত এ সম্মেলনে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ঝর্না হাসান, শহর আওয়ামী লীগের সভাপতি নাজমুল হাসান খন্দকার লেভী, ফরিদপুর কোতয়ালী আওয়ামী লীগের সভাপতি আবদুর রাজ্জাক মোল্লা, আলফাডাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম আকরাম হোসেন, আলফাডাঙ্গার পৌর মেয়র সাইফার রহমান।
উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাইনুদ্দিন আহমেদ মানু, সাংঠনিক সম্পাদক কে এম সেলিম, আইনবিষয়ক সম্পাদক জাহিদ বেপারী, সোহেল রেজা বিপ্লব, জেলা শ্রমিক লীগের সভাপতি আক্কাস হোসেন, আওয়ামী লীগ নেতা আবু নাইম, সারোয়ার হোসেন সন্টু, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ফাহিম ওয়াজেদ ফাইন, জেলা ছাত্রলীগের সভাপতি নিশান মাহমুদ শামীম, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম প্রমুখ।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন