ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরের আলহাজ কাজী মোহাম্মদ শফিকুল ইসলাম বিশ্ববিদ্যালয় কলেজে মা সমাবেশ ও অনার্স শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে কলেজ মাঠে অধ্যক্ষ হাফেজ মোহাম্মদ শফিকুর রহমানের সভাপতিত্বে ও আহমেদুর রহমান বিনকাশের পরিচালনায় এতে প্রধান অতিথি ছিলেন কলেজের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান আলহাজ কাজী মোহাম্মদ শফিকুল ইসলাম।
এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের কার্যকরী সদস্য কাজী হারিছুর রহমান, বুধন্তি ইউপি চেয়ারম্যান জিতু মিয়া, উপাধ্যক্ষ মো. জহির উদ্দিন, অভিভাবক সদস্য ইজাজুর রহমান রাকিব, রানা সাহা, জনি ভূইয়া প্রমুখ। অনুষ্ঠান শেষে শিক্ষার্থী ও অভিভাবকসহ উপস্থিত সবাই মাদক বিরোধী শপথ গ্রহণ করেন।
বিডি প্রতিদিন/এনায়েত করিম