নাটোরের গুরুদাসপুরে উপজেলার মশিন্দা মাধ্যমিক বিদ্যালয়ের আয়োজনে আজ সকাল ৯ টায় দুই দিনব্যাপী বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে। বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মো. শহীদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাবেক প্রতিমন্ত্রী, নাটোর জেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক মো. আবদুল কুদ্দুস এমপি।
অন্যদের মধ্যে উপজেলা চেয়ারম্যান মো. আনোয়ার হোসেন, ইউএনও মো. তমাল হোসেন, মাধ্যমিক শিক্ষা অফিসার মো. হাফিজুর রহমান, প্রধানশিক্ষক মো. মাহাবুব হাসান, সহকারী প্রধান শিক্ষক জুবায়ের হোসেনসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা আনন্দ উৎসবের মধ্য দিয়ে প্রতিযোগিতায় অংশ নেয়। এরআগে কুরআন তেলাওয়াত, জাতীয় পতাকা উত্তোলন ও জাতীয় সঙ্গীত পরিবেশনসহ অলিম্পিক পতাকা উত্তোলন, ক্রীড়াবিদদের শপথ বাক্য পাঠ শেষে মশাল দৌড় প্রদর্শণের মাধ্যমে অনুষ্ঠানের উদ্বোধন করা হয়।
বিডি প্রতিদিন/এ মজুমদার