চাঁপাইনবাবগঞ্জে মাদক মামলায় ১ জনের ১২ বছরের কারাদণ্ড, ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৬ মাসের বিনাশ্রম কারাদন্ডের আদেশ দিয়েছে আদালত। সোমবার দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ মোঃ শওকত আলী আসামীর উপস্থিতিতে এ রায় প্রদান করেন।
দণ্ডপ্রাপ্ত ব্যক্তি হচ্ছে, জেলার শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের তারাপুর ( ঠোটাপাড়া) গ্রামের মৃত মানিকের ছেলে কবির হোসেন (৩৩)।
অতিরিক্ত সরকারি কৌশুলী আঞ্জুমান আরা জানান, ২০১৮ সালের ১৭ নভেম্বর র্যাবের একটি দল শিবগঞ্জ উপজেলার বিনোদপুর ইউনিয়নের রসুনচক গ্রামের জনৈক আলকাস মোল্লার আমবাগানে অভিযান চালিয়ে ৩ হাজার ২’শ ৫০ পিস ইয়াবাসহ তাকে আটক করে। এ ঘটনায় র্যাবের উপ-পুলিশপরিদর্শক অনুপ দাস কবিরকে আসামী করে শিবগঞ্জ থানায় মামলা দায়ের করেন। পরে, মামলার তদন্তকারী কর্মকর্তা উপ-পুলিশ পরিদর্শক মোঃ শফিউল আলম ২০১৮ সালের ৬ ডিসেম্বর কবির হোসেনকে আসামি করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।
সাক্ষ্য প্রমাণাদি শেষে আদালতের বিচারক মনিরুলকে দোষী সাব্যস্ত করে উপরোক্ত রায়ে দন্ডিত করেন।
বিডি প্রতিদিন/এ মজুমদার