বগুড়ার গাবতলীতে আব্দুল মোমিন (৩৫) নামে এক সিএনজি চালককে মারপিট ও ছুরিকাঘাত করার ঘটনায় পৌর যুবলীগের সাধারণ সম্পাদক শফিকুল আলম নয়নকে অভিযুক্ত করে থানায় মামলা হয়েছে।
রবিবার রাতে আহত ব্যক্তির ছোট ভাই মানিক মিয়া বাদী হয়ে এই মামলা দায়ের করেন।
মামলায় উল্লেখ করা হয়েছে, গাবতলী সদর ইউনিয়নের চকবোচাই গ্রামের মৃত ওসমান মন্ডলের ছেলে সিএনজি চালক আব্দুল মোমিন প্রতিদিনের ন্যায় সিএনজি নিয়ে বাড়ি থেকে বের হয়ে বগুড়া যাওয়ার জন্য গত মঙ্গলবার সকাল সোয়া ১০টার দিকে চকবোচাই বাজারে আসেন। এ সময় পূর্ব শত্রুতার জের ধরে মোমিনকে মারপিট ও ডান পায়ে ছুরিকাঘাত করে। এ ঘটনায় মোমিনের ছোট ভাই বাদী হয়ে পৌর যুবলীগের সাধারণ সম্পাদক শফিকুল আলম নয়নকে প্রধান করে ৭জনের নাম উল্লেখসহ থানায় এজাহার দায়ের করেন।
বগুড়ার সহকারী পুলিশ সুপার (গাবতলী সার্কেল) সাবিনা ইয়াসমীন জানান, আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে পুলিশ সোচ্চার রয়েছে। অপরাধী যেই হোক না কেনো তার কোন ছাড় নেই।
বগুড়ার গাবতলী থানার ওসি সাবের রেজা আহমেদ মামলার বিষয়টি নিশ্চিত করে বলেন, অভিযুক্তদের গ্রেফতারের চেষ্টা চলছে।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন