বগুড়ার প্রাক্তন ক্রিকেটার ও শিক্ষার্থীদের জনপ্রিয় কোচ মোসলেম উদ্দিন (৪৮) আর নেই।
সোমবার সকাল সাড়ে ৭টায় বরিশালে অবস্থানকালে তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে সেখানে ইন্তেকাল করেন।
তিনি সেখানে রাজশাহী বিভাগীয় অনুর্ধ্ব’ ১৪ দলের কোচ হিসাবে দায়িত্ব পালন করছিলেন। বগুড়ার নারী ক্রিকেটার গঠনে ও গড়ে তুলতে মরহুম মোসলেম উদ্দিনের ভূমিকা ছিল বেশি।
তার মৃত্যুতে বগুড়ার ক্রীড়াঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। মঙ্গলবার বগুড়া শহরের আলতাফুন্নেছা খেলার মাঠে বাদ যোহর জানাযা শেষে নামাজগড় কবরস্থানে দাফন করা হবে। তার মৃত্যুতে বগুড়া স্পোর্টস রিপোর্টার্স এসোসিয়েশনের সদস্যরা শোক প্রকাশ করেছেন।
বগুড়া জেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম জানান, সদ্য প্রয়াত মোসলেম একজন সফল ক্রিকেটার ছিলেন। খেলা ছেড়ে দিয়ে তিনি কোচিং পেশায় নিযুক্ত হন। খেলোয়াড় তৈরির কারিগর, সাবেক ক্রিকেটার ও সফল কোচ মোসলেম উদ্দিন রাজশাহী ডিভিশন টিমের কোচ হিসাবে গত কয়েক দিন আগে বরিশালে গিয়েছিলেন।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন