নারী কেলেঙ্কারীর ঘটনায় জামালপুরে ইসলামপুর জে.জে.কে.এম গার্লস হাইস্কুল এন্ড কলেজের অধ্যক্ষকে অপসারণ ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে শিক্ষক ও কর্মচারীরা।
সোমবার বেলা ৩ টার সময় ইসলামপুর জে.জে.কে.এম গার্লস হাইস্কুল এন্ড কলেজ থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে গিয়ে শেষ হয়।
বিক্ষোভ মিছিল শেষে সমাবেশে বক্তব্য রাখেন ইসলামপুর উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল খালেক আখন্দ, সহকারী শিক্ষক সামছুল আলম, নাহিদা আক্তার, আলতাব হোসেন, আমিনুল ইসলাম প্রমুখ। এ সময় বক্তারা নারী কেলেঙ্কারীর ঘটনায় জড়িত অধ্যক্ষ আব্দুছ ছালাম চৌধুরীরকে অপসারণ করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। পরে ওই স্কুল এন্ড কলেজের শিক্ষক ও কর্মচারীরা অধ্যক্ষের পদ অপসারণের দাবিতে সংবাদ সম্মেলন করে।
উল্লেখ্য, গত ২ই ফেব্রুয়ারী আন্ত:নগর তিস্তা ট্রেনে সাবেক এক ছাত্রীর সাথে অনৈতিক কাজ করার সময় অধ্যক্ষ আব্দুছ ছালামকে হাতে নাতে আটক করে জিআরপি থানা পুলিশ।
বিডি প্রতিদিন/হিমেল