বাংলাদেশ অনুর্ধ্ব-১৯ বিশ্বকাপ ক্রিকেট চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করায় অনুর্ধ্ব-১৯ ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়ে দিনাজপুরের খানসামায় আনন্দ র্যালি বের হয়।
সোমবার বিকেল ৪টায় দিনাজপুরের খানসামায় ইউআরসি'র আয়োজনে উপজেলা ইন্সট্রাক্টর কর্মকর্তা মোঃ সাইফুল ইসলামের নেতৃত্বে এই আনন্দ র্যালি অনুষ্ঠিত হয়।
খানসামা উপজেলার প্রায় শতাধিক শিক্ষক-শিক্ষিকা জাতীয় পতাকা হাতে নিয়ে বাদ্যযন্ত্রের তালে তালে আনন্দ র্যালিটি ইউআরসি চত্বর থেকে খানসামা বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন