কিশোরগঞ্জ জেলা ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। আজ সোমবার ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে তিন সদস্য বিশিষ্ট নতুন জেলা কমিটি ঘোষণা করা হয়।
কমিটির সভাপতি হলেন আনোয়ার হোসেন মোল্লা সুমন, সাধারণ সম্পাদক মোহাম্মদ ফয়েজ উমান খান ও সাংগঠনিক সম্পাদক লুৎফর রহমান নয়ন। আগামী এক বছরের জন্য এ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। এর আগে মেয়াদোত্তীর্ণ জেলা কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়।
বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের এক জরুরী সিদ্ধান্ত মোতাবেক মেয়াদোত্তীর্ণ জেলা কমিটি বিলুপ্ত করে নতুন জেলা কমিটি ঘোষণা করা হয় বলে প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
নতুন কমিটির সভাপতি আনোয়ার হোসেন মোল্লা সুমন ও সাধারণ সম্পাদক মোহাম্মদ ফয়েজ উমান খান মোবাইল ফোনে এ প্রতিবেদককে জানান, খুব শিগগির পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে। এছাড়া সবকটি ইউনিটকে নতুন করে ঢেলে সাজানো হবে। তারা বর্তমানে ঢাকায় অবস্থান করছেন বলে জানা গেছে।
বিডি প্রতিদিন/হিমেল